নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি বিকৃত ও ভিত্তিহীন তথ্যের উপর ভিত্তি করে তৈরি। বাংলাদেশ এ ধরনের বিবৃতিকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী বলে উল্লেখ করেছে।
বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, চিন্ময় দাস নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এবং বিষয়টি আদালতে বিচারাধীন। দেশের বিচার বিভাগ স্বাধীন এবং সরকার বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করে না। সরকার সংখ্যালঘুসহ সবার নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
ভারতের বিবৃতিতে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর চরমপন্থীদের হামলার অভিযোগ তুলে ধরা হলেও বাংলাদেশ জানিয়েছে, সরকার এ ধরনের অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখে এবং যথাযথ ব্যবস্থা নেয়। সম্প্রতি দুর্গাপূজার শান্তিপূর্ণ উদযাপন এর উদাহরণ।
পররাষ্ট্র মন্ত্রণালয় চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ওই অঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে।