নিজস্ব প্রতিবেদক:
নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এস এম নাসির উদ্দীন দেশে অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। রবিবার (২৪ নভেম্বর) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ গ্রহণের পর তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি বলেন, সুষ্ঠ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। এদিন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নতুন সিইসি ও চার নির্বাচন কমিশনারকে শপথবাক্য পাঠ করান।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে সার্চ কমিটির প্রস্তাবিত তালিকা থেকে এ এস এম নাসির উদ্দীনকে সিইসি এবং চারজনকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। নতুন নির্বাচন কমিশনাররা হলেন মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহ্মদ, এবং আবুল ফজল মো. সানাউল্লাহ।