
নিজস্ব প্রতিবেদক
তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শেষ হয়েছে গতকাল মঙ্গলবার। মাঠ পর্যায়ে সাহস নিয়ে দেশের জন্য প্রয়োজনীয় কাজ করার জন্য এ সম্মেলনে ডিসিদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আইন ও সংবিধান অনুযায়ী ডিসিদের স্বাধীনভাবে কাজ করতে বলা হয়েছে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশও দেওয়া হয়েছে তাদের।
সম্মেলনের মূল আলোচ্য বিষয়
গতকাল সম্মেলনের শেষ দিনে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের ১১টি অধিবেশন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত ভবনে তিনটি অধিবেশন হয়। রাতে নৈশভোজের মাধ্যমে সম্মেলন শেষ হয়।
এই প্রথমবারের মতো ডিসিদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানান, ‘সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য আইনের মধ্যে থেকে জেলা প্রশাসকদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে।’
সিইসি বলেন, ‘নির্বাচনের সময় ওপর থেকে কোনো চাপ আসবে না। ওপরের কোনো চাপ এলে সেটা ইসি সামলাবে। কারণ, সুষ্ঠু নির্বাচন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য।’
ডিসিদের প্রতি প্রধান উপদেষ্টার বার্তা
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘এ সরকারের আমলে কারও রক্তচক্ষু বা ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নেই। নিজের মতো করে যেটা আইনসিদ্ধ ও দেশের জন্য প্রয়োজনীয়, সেটা করতে হবে।’ তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিসিদের সতর্ক থাকার নির্দেশ দেন।
আইন ও সংবিধান মেনে কাজ করার পরামর্শ
সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আইন, নীতিমালা ও সংবিধানে যা আছে, সেটি মেনে চললে জনগণের সেবা দেওয়াই ডিসিদের প্রধান দায়িত্ব।’ তিনি প্রশাসনের নিরপেক্ষতা ও জনকল্যাণে তাদের ভূমিকা রাখার আহ্বান জানান।
ডেভিল হান্ট অভিযান অব্যাহত থাকবে
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, দেশে যতদিন অপরাধী থাকবে, ততদিন যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ চলবে। তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।
মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন ব্যাংকের পরিকল্পনা
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানান, মৎস্যজীবী ও খামারিদের দাদন থেকে মুক্ত রাখতে ‘মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন ব্যাংক’ প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
নিয়োগ বাতিল হওয়া শিক্ষকদের বিষয়ে সরকার সহানুভূতিশীল
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানান, সহকারী শিক্ষক নিয়োগের ফল ঘোষণায় সব ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। তবে আদালতের রায়ের কারণে নিয়োগ বাতিল হওয়া শিক্ষকদের বিষয়ে সরকার সহানুভূতিশীল।
তরুণদের সামরিক প্রশিক্ষণের বিষয়ে আলোচনা
ডিসি সম্মেলনে দেশের যুবসমাজের জন্য সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় কিনা তা নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ জানান, এ বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন হবে।
সম্প্রীতি রক্ষায় ডিসিদের সতর্ক থাকার আহ্বান
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন ডিসিদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলেন, ‘কেউ যেন ধর্মীয় স্থাপনায় কোনো ধরনের অপবিত্রতা করতে না পারে, সে জন্য বিশেষ নজর দিতে হবে।’
পহেলা বৈশাখ যথাযথভাবে উদযাপনের ঘোষণা
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, অতীতের মতো এবারও যথাযথভাবে পহেলা বৈশাখ উদযাপন করা হবে। তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন।
এই সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসকদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রশাসনের ভূমিকা আরও কার্যকর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।