নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয়ের সামনে ‘জিয়াফত’ ও ‘গরু জবাই’ কর্মসূচি পালন নিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) বিকেলে শুরু হওয়া এই সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। পরে সেখানে সেনা সদস্যরা টহল দেয়।
বিক্ষোভকারীরা প্রথম আলোকে ‘ভারতপন্থি’ বলে সামাজিক মাধ্যমে প্রচারণা চালিয়ে এ কর্মসূচির ডাক দেয়। বিকেলে কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ের সামনে গরু নিয়ে তারা জড়ো হয়। পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে বিক্ষোভকারীরা গরু জবাই করে।
তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানান, বিক্ষোভকারীরা পুলিশের নির্দেশ না মেনে অবস্থান করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। পরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে পরিস্থিতি শান্ত করে।