কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া বড়বাজারের একাধিক ব্যবসায়ী আর্থিক প্রতারণা ও মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে । জানা গেছে, এই প্রতারণার মূল হোতা অ্যাডভোকেট আহমেদ আলী ওরফে গিয়ান উকিল। যার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরসহ বিভিন্ন প্রতারণার অভিযোগ রয়েছে ।
ভুক্তভোগীদের দাবি, গিয়ান উকিলের ছেলে রিশাদ আহমেদ রতন, কুষ্টিয়া বড়বাজারে মা জান ট্রেডিং নামে ব্যবসা পরিচালনা কালীন একই বাজারের একাধিক ব্যবসায়ীর নিকট হতে অর্থ আত্মসাৎ করে। ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন ব্যাবসায়ী আবুল হাসান সুমন, রনক কেশেরা, হাজী মোঃ ওসমান আলী, মিলন দত্ত সহ আরো অনেকে।
আল-আমিন ডাল মিলের পরিচালক হাজী মোঃ ওসমান আলী বলেন, মা জান ট্রেডিং এর কাছে তার পাওনা ৩,৪৭,৫০০/ টাকার বিপরীতে একটি চেক প্রদান করা হয়। সেই চেকের বিপরীতে কোনো টাকা উত্তলন করতে না পেরে তিনি আদালতে মামলা দায়ের করেছেন যা চলমান আছে। এ অবস্থায় গিয়ান উকিল তার টাকা ফেরত দেয়ার কোনো ব্যবস্থা না করে বরং তার নামে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে এবং তার ব্যবসায়িক ইমেজ বিনস্ট করছে, বলেন ওসমান আলী।
হাজী মোঃ ওসমান আলী আরো বলেন, প্রায় ত্রিশ বছর ধরে তারা সততা সাথে ব্যবসা করে আসছেন। তার বাবা প্রয়াত হাজী মোঃ নওশের আলি একজন সৎ ব্যবসায়ী হিসেবে সুপরিচিত ছিলেন এবং তার হাত ধরেই এই ব্যবসার গোড়াপত্তন হয়। ফ্যাসিস্ট হাসিনার পতনের পরও আইন সন্ত্রাস চালানো গিয়ান উকিলের বিরুদ্ধে তিনি দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।
একই দাবি করেন আবুল হাসান সুমন, রনক কেশেরা ও অন্যান্য ভুক্তভোগী ব্যবসায়ীরা।
এই প্রতারণা ও হয়রানির প্রতিবাদে কুষ্টিয়া বড়বাজারের ব্যবসায়িক সমিতি ও কুষ্টিয়া ডাল মিল মালিক সমিতি আগামী ২ ফেব্রুয়ারি, রোজ রবিবার, বেলা ১১ টার সময় কুষ্টিয়া বড়বাজারে সংবাদ সম্মেলন ও মানববন্ধনের আয়োজন করেছে।

ছবি: কুষ্টিয়া বড় বাজারে ব্যবসায়ীদের বিলিকৃত লিফলেট